আমাদের দেশে প্রচুর প্রার্থী আছে যারা প্রতিরক্ষা বাহিনীর চাকরি,
যেমন সেনাবাহিনী – নো – বাহিনীর বিমান বাহিনী ইত্যাদি
বিভিন্ন বাহিনীতে নিয়োগের সময় পায়ে ভ্যারিকোস ভেইন এর জন্য চাকরি থেকে বাদ পরে যায় ।
এমনকি হেলথ চেক-আপে যদি ভ্যারিকোস ভেইন (Varicose Vein) ধরা পড়ে তবে বিদেশ যাত্রা অনেকটা অনিশ্চিত হয়ে পড়তে পারে ।
ভ্যারিকোস ভেইন কি ?
এই রোগে পায়ের চামড়ার নিচের শিরাগুলো ফুলে উঠে এবং দেখতে আঁকাবাঁকা মনে হয়। প্রথম দিকে অল্প দেখা গেলেও ধীরে ধীরে এটি বড় আকার ধারণ করতে পারে ।
এই রোগ বেশির ভাগ সময় মূলত পায়ের হাঁটুর পিছনে হয়ে থাকে ।
ভ্যারিকোস ভেইন কেন হয় ?
আমাদের পায়ের শিরাগুলো দুই সারিতে অবস্থান করে। প্রথম সারি থাকে একটু ভিতরের দিকে এবং অন্য সারি থাকে ত্বকের ঠিক নিচেই ।
এই দুই সারির মাঝে আবার সংযোগকারী আন্ত-শিরা থাকে ।
কোনো কারণে ভিতরের রক্তনালীতে চাপ বেড়ে গেলে তার প্রভাব আন্ত-শিরার মাধ্যমে বাইরের শিরার মধ্যেও সঞ্চারিত হয়।
শিরার মধ্যস্থিত কপাটিকা বা ভালভ-এর কারণে এই পরিবর্তন আমরা সহজে বুঝতে পারি না।
কিন্তু কোন কারণে এ ভালভ্ ঠিকমতো কাজ না করলে কিংবা শিরার গাত্র দুর্বল হয়ে পড়লে তখন প্রেশার বাড়ার সাথে সাথে
পায়ের রক্তনালী গুলোও ফুলে উঠে। একেই ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরা বলে। সাধারণত এই রোগ পায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
ভ্যারিকোস ভেইন (Varicose Vein) চিকিৎসা কি ?
- প্রাথমিক পর্যায়ে অপারেশন ছাড়াই এই রোগীর লাইফ-স্টাইল পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করা হয়।
নিয়ম কানুন মেনে চললে এর লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সব রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না ।
এসকল ক্ষেত্রে দীর্ঘদিন রোগীর অপারেশনের প্রয়োজন নাও হতে পারে ।
প্রাথমিক পর্যায়ে অপারেশন ছাড়াই ভ্যারিকোস ভেইনের চিকিৎসা বা কমপক্ষে এর লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ প্রাথমিক পর্যায়ে করণীয় হচ্ছে-
১। বিশ্রাম বা ঘুমানোর সময় পা উঁচুতে রাখা (বালিশ বা Bed Wedge ব্যবহার করে)
২। একটানা দীর্ঘসময় দাঁড়িয়ে বা বসে না থাকা
৩। বিশেষ ধরনের ভ্যারিকোস ভেইন কমপ্রেশন স্টকিং বা মোজা ব্যবহার করা।
৪। বিশেষ কিছু ওষুধ ব্যবহার করা – ডাক্তারের পরামর্শ অনুযায়ী
এবং – বাস্তব জীবনে যদি ভ্যারিকোস ভেইনের জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে – দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করার মাধ্যমে এটি ভালো করা সম্ভব ।
পরিশেষে – চাকরির জন্য – কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রার্থী আছে
জারা One Time ইনজেকশন ব্যাবহার করে থাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য পায়ের ভ্যারিকোস ভেইন জেনো না দেখা যায় –
এই কাজ জারা করেন তারা বোকার মত একটি কাজ করেন –
কেননা, ইনজেকশন দিয়ে চাকরি হলেও – ট্রেনিং এ ভ্যারিকোস ভেইন ধরা পরলে আপনাকে বাদ দিয়ে দিবে –
সুতরাং এই কাজ থেকে নিজেকে বিরত রাখুন –
অন্যান্য পোষ্ট –
উচ্চতা বাড়ানোর ৫টি কার্যকরী উপায় । ১০০/১০০ কাজ । Effective Ways To Increase Height
হাত ঘামা রোগ ভালো করার ৬ টি উপায় । হাইপারহাইড্রোসিস । 6 Ways To Cure Hand Sweating Disease
সেনাবাহিনীর বেতন কত ? অর্থাৎ কোন পদবীর বেতন কত টাকা ? Bangladesh Army Salary
মেজর (অব.) সিনহা এবং (ওসি) প্রদীপ এর মধ্যে কার ক্ষমতা কতটুকু ছিল ? Major Sinha and OC Pradeep Power
www.Youtube.Com/CareerMessage
সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফে-য ।