Site icon Trickbd.com

[পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী]

Unnamed


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

39.আল কারাজী

আল কারাজী ছিলেন একজন গণিতবিদ ও প্রকৌশলী।আল-কারাজি গণিত এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বই লিখেছিলেন।

তিনি ৯৫৩ খ্রিস্টাব্দে তেহরানের নিকটবর্তী শহর কারাজে জন্মগ্রহণ করেছিলেন।তার পুরো নাম আবু বকর মুহাম্মাদ ইবনে আল হাসান আল-কারাজি।

তিনি অল্প বয়সেই বাগদাদে চলে যান।তিনি বাগদাদে (1010-1030) একটি সরকারী পদে অধিষ্ঠিত ছিলেন, সম্ভবত উজির পদে ছিলেন।

আল-কারাজি তাঁর বেশিরভাগ সময় বাগদাদে বাস করেছিলেন এবং তাঁর প্রধান গাণিতিক রচনাগুলি সেই সময়ই তিনি রচনা করেন।

পরবর্তীতে তিনি বাগদাদে ছেড়ে অন্য শহরে চলে যান এবং সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে মনোনিবেশ করেছেন বলে মনে হয়।

তার গণিতে মুল অবদান হলো তিনি প্রথম বীজগাণিতিক অপারেশন করেন জ্যামিতির সাহায্য ছাড়া এবং তিনি এর পরিবর্তে গাণিতিক অপারেশন যেমন:-X ব্যবহার করেন যেটি বর্তমানে বীজগণিতের প্রাণ।

যদি আল কারাজী এই কাজ না করতেন তাহলে বর্তমানে বীজগণিতিক সমীকরণ সমাধান করার জন্য জটিল জিওমেট্রি ব্যবহার করতে হতো।যা অনেক সমস্যা সৃষ্টি করতো।

তিনি নিয়মিতভাবে বীজগণিতের সূচক বিষয়ে অধ্যয়ন করেছিলেন এবং তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন যে X, X^2,X^3……. এই অনুক্রমটি অসীম আকারে বাড়ানো যায়।আর এর বিপরীত বা ইনভার্স হলো 1/X,1/X^2.

তিনি বীজগণিত ও বহুপদীর ওপর কাজ করেছেন।তিনি বহুপদীকে যোগ,বিয়োগ ও গুণ করার জন্য পাটিগণিতের ক্রিয়াকলাপগুলির বিধিগুলি দিয়েছেন।
যদিও তিনি বহুপদীকে একপদী দ্বারা ভাগ(dividing polynomials by monomials) করার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।

এছাড়াও তিনি প্রায় সূত্রটি দিয়েছিলেন যে,

Xm.Xn=Xm+n

যেখানে m,n পূর্ণসংখ্যা।

কিন্তু তিনি X0 এর সংজ্ঞা দিতে ব্যর্থ হন।তাই তিনি একটু ভুল করেন।

এছাড়াও তিনি যৌগিক সংখ্যাকে বর্গমূল করার একটি পদ্ধতি বর্ণনা করেন। তবে এর জন্য সহগটি ধনাত্মক হতে হবে।তবে এটি এখনও একটি উল্লেখযোগ্য অর্জন।

তাঁর গণিতের ওপর বিখ্যাত তিনটি প্রধান বেঁচে থাকা রচনাগুলি হলো: আল-বাদি ফিল হিসাব, আল-ফাখরি ফিল-জাবর ওয়াল মুকাবালা এবং আল-কাফি ফিল হিসাব।


ঐতিহাসিকদের মতে,বীজগণিতের ওপর তার সবচেয়ে বিখ্যাত বই টি হল আল-ফাখরি ফিল-জাবর ওয়াল মুকাবালা।যা কমপক্ষে চারটি অনুলিপিতে মধ্যযুগীয় যুগ থেকে বেঁচে আছে।

আল কারাজী তার “Extraction of hidden waters” বইতে বলেছিলেন যে পৃথিবী গোলাকার।

তিনি হাইড্রোলজির মূল নীতিগুলি ব্যাখ্যা করেছিলেন এবং এই বইটি বিজ্ঞানের গভীর জ্ঞান প্রকাশ করেছে এবং এই বিষয়ে এটি প্রাচীনতম বিদ্যমান পাঠ্য হিসাবে বর্ণনা করা হয়েছে।

বইটিতে পানির বিভিন্ন প্রকারভেদ,পানির স্তর খুঁজে বের করার পদ্ধতি, জরিপের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির বর্ণনা, conduits নির্মাণ, এর আস্তরণ ও ক্ষয়ের বিরুদ্ধে সুরক্ষা এবং তাদের পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে এক অনন্য অধ্যয়ন সরবরাহ করা হয়েছে।

F. Woepcke প্রথম ইতিহাসবিদ যিনি আল-কারাজি র কাজের গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং পরবর্তীকালে ঐতিহাসিকরা তাঁর ব্যাখ্যার সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হন।

আল-কারাজি দ্বিপদী সহগের প্রথম সূচনা এবং পাস্কালের ত্রিভুজের প্রথম বিবরণ দিয়েছিলেন । দ্বিপদী উপপাদ্যটি আবিষ্কার করার জন্যও তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।

উপরে উল্লিখিত তাঁর বইগুলি ছাড়াও, তিনি বেশ কয়েকটি অন্যান্য বিষয়ে কৃতিত্ব অর্জন করেছেন, যার মধ্যে কিছু এখন হারিয়ে গেছে।
এর মধ্যে গণিত এবং জ্যোতির্বিদ্যায় শাস্ত্রীয় বিষয়ের বেশ কয়েকটি বই অন্তর্ভুক্ত রয়েছে।
(আল-দাওর ওয়াল-ওসায়া ),

গণিতের একটি বই যার আমরা কেবল নাম জানি, (নাওয়াদীর আল আশকাল) (Rare theorems),

বীজগণিতের গণনার কারণসমূহের উপর একটি গ্রন্থ ( ‘ইলাল হিশাব আল-জাবর ওয়াল-মুকাবালা ),

বিল্ডিংয়ের উপর একটি বই ( ‘ উকদ আল-আবনিয়া ),
কিতাব ফী হিশাব আল হিন্দ ,
কিতাব ফি আল- ‘ইস্তিকরা বিল তাখাত,
আল-মাদখাল ইলা ইলম আল-নুজুম, কিতাব আল-মুহিত ফিল হিসাব, ​​
কিতাব আল-আজদার,
কিতাব হাওলা তাসনিফ আল-জুধুর,
এবং রিসালাত আল-খাতা’আন ।

তিনি ১০২৯ সালে ইন্তেকাল করেন।

[এটা খুবই দুঃখজনক বিষয় যে এনার মতো একজন বড় বিজ্ঞানীর বিষয়ে ইন্টারনেটে বাংলাতে কোনো তথ্য নেই।তাই আমার তথ্যে অস্পষ্টতা ও ক্রুটি থাকতে পারে।আল কারাজীর জীবনী সম্পর্কে আরও জানতে চাইলে দেখতে পারেন উইকিপিডিয়া,
mac tutor,
Muslimheritage,
encyclopedia,
Syntaxecons

আল্লাহ হাফেজ