আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

[পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী]

[পর্ব ৩৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[হাবাশ আল-হাসিব আল-মারওয়াজী]

[পর্ব ৩৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[উলুঘ বেগ]

42.আলী জাভান(প্রথম গ্যাস লেজারের উদ্ভাবক)

আলী জাভান হচ্ছেন একজন ইরানী মুসলিম পদার্থবিদ এবং উদ্ভাবক,যিনি প্রথম গ্যাস লেজার প্রযুক্তির উদ্ভাবক।লেজার প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিজ্ঞানে তাঁর অবদানটি ব্যাপকভাবে স্বীকৃত।

আলী জাভান ২৬ ডিসেম্বর ১৯২৬ সালে তেহরানে জন্মগ্রহণ করেছিলেন।তিনি আলবার্জ উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এক বছর ধরে তেহরান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সে তাঁর বিশ্ববিদ্যালয় পড়াশোনা শুরু করেন।

১৯৪৮ সালে নিউইয়র্ক সফরকালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্নাতক কোর্সে অংশ নিয়েছিলেন।
স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি না পেয়ে জাভান ১৯৫৪ সালে কলম্বিয়াতে পদার্থবিদ্যায় পিএইচডি অর্জন করেছিলেন, টাউনস তাঁর থিসিস উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৫৫ সালে জাভান Radiation Laboratory তে পোস্ট ডক্টরাল হিসাবে নিয়োগ পান এবং নোবেল পুরষ্কার প্রাপ্ত পদার্থবিদ Townes এর সাথে পারমাণবিক ঘড়ির গবেষণা নিয়ে কাজ করেন।এছাড়াও তামা এবং থ্যালিয়ামের মতো পরমাণুর hyperfin কাঠামো বুঝতে মাইক্রোওয়েভ অ্যাটম বিম স্পেকট্রোমিটার ব্যবহার করেছেন।

তিনি 1957 সালে theory of a three-level laser এর উপর একটি তত্ত্ব প্রকাশ করেন।

তিনি 1958 সালে বেল টেলিফোন ল্যাবরেটরিতে যোগদান করেন।1960 সালে বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় ইতিহাসে প্রথমবারের মতো, একটি গ্যাসের লেজার মেশিন থেকে একটি অবিচ্ছিন্ন লেজার লাইট বীম বেরিয়ে আসে।আর এভাবেই জাভান বিশ্বের প্রথম গ্যাস লেজার আবিষ্কার করেছিলেন।

1960 সালের 13 ডিসেম্বর জাভান এবং তার বেল ল্যাবস সহকর্মীরা একটি টেলিফোন কল করতে লেজার লাইট বিম ব্যবহার করেছিলেন, ইতিহাসে প্রথম যে কোনও টেলিফোন কথোপকথন সংক্রমণ করার জন্য কোনও লেজার বিম ব্যবহার করা হয়েছিল।

এখন এই প্রযুক্তিটি টেলিযোগাযোগ, ইন্টারনেট ডেটা ট্রান্সমিশন, হলোগ্রাফি, বার-কোড স্ক্যানার, মেডিকেল ডিভাইস এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

১৯৬৬ সালে আলী জাভান এবং থিওডোর মাইমানকে রাষ্ট্রপতি জনসন তাদের কাজের সম্মান জানিয়ে একটি নগদ অর্থ পুরষ্কার দেন।

জাভান ১৯৬১ সালে MIT(Massachusetts Institute of Technology) তে পদার্থবিজ্ঞান এর সহযোগী অধ্যাপক হিসাবে নিযুক্ত হোন এবং লেজার প্রযুক্তির ওপর দেশের প্রথম বৃহৎ আকারের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

পরের চার দশক তিনি পরমাণু, আণবিক এবং অপটিক্যাল পদার্থবিদ্যায় অগ্রগতি অর্জনে ব্যয় করেন।

জাভান আলোর গতি সঠিকভাবে পরিমাপের জন্য প্রথম পদ্ধতিটিও
বিকশিত করেন এবং উচ্চ-রেজোলিউশন লেজার বর্ণালী সম্পর্কিত ক্ষেত্রটি চালু করে।এছাড়াও ডপলাল এফেক্ট,মাইকেলসন-মর্লি এক্সপেরিমেন্ট ইত্যাদী বিষয়ে পরবর্তীতে গবেষণা করেছিলেন।

এছাড়াও বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর অন্যান্য অবদান কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং বর্ণালী সম্পর্কিত ক্ষেত্রে রয়েছে।

আলী জাভান তার কাজের জন্য নিজের জীবনে বহু পুরুষ্কার ও সম্মান পেয়েছেন।এর মধ্যে রয়েছে

১.Sigma Xi এর সদস্যপদ

২.National Academy of Sciences Fellow
৩.American Academy of Arts and Sciences Fellow
৪.নিয়ন এবং হেলিয়াম ব্যবহার করে প্রথম ধারাবাহিক অপটিক্যাল লেজারের ধারণা এবং বিকাশের জন্যFranklin Institute থেকে Stuart Ballantine Medal
৫.1966 – Fanny and John Hertz Foundation Medal
৬.1966 – Guggenheim Foundation Fellowship
৭.1975 – Frederic Ives Medal of the Optical Society of America
৮.1979 – Humboldt Foundation Fellowship
৯. 1993 সালে তাকে পদার্থবিজ্ঞানের লেজারের ওপর 30 বছরেরও বেশি সময় গবেষণার জন্য Albert Einstein World Medal.
১০.2006 – Inducted into the National Inventors Hall of Fame
১১.2011 – SPIE Fellow
১২.2012 – First member of Eurasian Academy
১৩.2007 সালে ডেইলি টেলিগ্রাফের তালিকায় জাভানকে শীর্ষ 100 লিভিং জিনিয়াসের মধ্যে 12 নম্বরে স্থান দেওয়া হয়েছিল।

জাভান 12 সেপ্টেম্বর 2016 এ মৃত্যুবরণ করেন।

Leave a Reply